একজন জিরো ব‍্যালেন্স এর নেতাকে মমতা ব‍্যানার্জী মুখ‍্যমন্ত্রী করার স্বপ্ন দেখছেন : কটাক্ষ রাজু বন্দ‍্যোপাধ‍্যায় এর

29th November 2020 11:10 am বাঁকুড়া
একজন জিরো ব‍্যালেন্স এর নেতাকে মমতা ব‍্যানার্জী মুখ‍্যমন্ত্রী করার স্বপ্ন দেখছেন : কটাক্ষ রাজু বন্দ‍্যোপাধ‍্যায় এর


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  শুভেন্দু অধিকারী ইস আ গুড প্লেয়ার প্লেয়িং ইন আ রং কোর্ট। শুভেন্দু অধিকারী যে অবস্থান নিয়েছেন তা বাধ‍্য হয়ে নিয়েছেন ।মমতা ব‍্যানার্জী জিরো ব্যালেন্সের একজন নেতাকে মুখ‍্যমন্ত্রী করার স্বপ্ন দেখছেন । যারা পুরানো , বয়জ‍্যেষ্ঠ তৃণমূল কর্মী বা নেতা রয়েছেন তারা মানতে পারছেন না । তৃনমূল দলটা মাফিয়া আর কাটমানির দলে পরিনত হয়েছে।  তাই নিচু তলার সিনিয়ার নেতারা আজ বিদ্রোহ করছেন। যারাই তৃনমূলের এই মাফিয়ারাজ ও কাটমানিরাজের বিরুদ্ধে থাকবে তাঁদেরই আমরা দলে স্বাগত জানাচ্ছি। মিহির গোস্বামী শুধু নয় তৃনমূলের অনেক তাবড় নেতাই এই লাইনে আছেন।  এই তো সবে ট্রেলার শুরু হয়েছে পিকচার আভি বাকি হ্যায়।  বাঁকুড়ার চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু প্রসঙ্গে আজ এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। 

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।